Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মার্চ ২০২২

বঙ্গবন্ধু কর্ণার

বঙ্গবন্ধু কর্নার

  • মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব গুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টির জন্য “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।
  • এ কর্নারের উদ্দেশ্য হলো শিক্ষক-কর্মকর্তাসহ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা।
  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভিপ্রায়ে সৃষ্ট এ ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ এ রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, দর্শন ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা গ্রন্থ।আরো রয়েছে ইতিহাসের স্বাক্ষ্য হিসেবে নানান আলোকচিত্র।
  • এই কর্নার থেকে ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারীরা তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারে।
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্বাস করে যে, এই কর্নার ছাত্র/ছাত্রীকে বঙ্গবন্ধু জীবন ও আদর্শ সম্বন্ধে শুধু ধারনাই দিবে না বরং জাতির জনকের জীবন গড়ার অনুপ্রেরনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কররে।